০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বুধবার (১৮ জুন) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, এ রাজস্ব আদায় হয়েছে মূলত তিনটি প্রধান খাত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্ক থেকে। তবে এনবিআর সূত্র বলছে, ভ্যাট রিটার্ন জমার পর চূড়ান্ত হিসাব আরও বাড়বে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১১ মাসে এই আয় সাময়িক হিসাব অনুযায়ী নির্ধারিত হলেও লক্ষ্যমাত্রা পূরণে জুন মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরকে আরও ১ লাখ ৪২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে শুধুমাত্র জুন মাসেই।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের জন্য মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে সেটি সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

রাজস্ব আদায়ের এ চাপে এনবিআর ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জুন মাসে রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ২১ জুন এবং ২৮ জুন এই দুটি শনিবার কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিস খোলা থাকবে। যদিও শনিবার সরকারি ছুটির দিন, তবুও রাজস্ব ব্যবস্থাপনার স্বার্থে এসব অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনবিআর জানায়, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো চলমান ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্য পূরণ এবং আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রস্তুতি নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, এত বড় অঙ্কের রাজস্ব এক মাসে আদায় করা কঠিন চ্যালেঞ্জ হলেও সঠিক পরিকল্পনা, তদারকি এবং করদাতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর

আপডেট সময় ০৮:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বুধবার (১৮ জুন) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, এ রাজস্ব আদায় হয়েছে মূলত তিনটি প্রধান খাত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্ক থেকে। তবে এনবিআর সূত্র বলছে, ভ্যাট রিটার্ন জমার পর চূড়ান্ত হিসাব আরও বাড়বে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১১ মাসে এই আয় সাময়িক হিসাব অনুযায়ী নির্ধারিত হলেও লক্ষ্যমাত্রা পূরণে জুন মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরকে আরও ১ লাখ ৪২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে শুধুমাত্র জুন মাসেই।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের জন্য মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে সেটি সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

রাজস্ব আদায়ের এ চাপে এনবিআর ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জুন মাসে রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ২১ জুন এবং ২৮ জুন এই দুটি শনিবার কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিস খোলা থাকবে। যদিও শনিবার সরকারি ছুটির দিন, তবুও রাজস্ব ব্যবস্থাপনার স্বার্থে এসব অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনবিআর জানায়, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো চলমান ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্য পূরণ এবং আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রস্তুতি নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, এত বড় অঙ্কের রাজস্ব এক মাসে আদায় করা কঠিন চ্যালেঞ্জ হলেও সঠিক পরিকল্পনা, তদারকি এবং করদাতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।