ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী ২২ জুন কেবিনেট বৈঠকে অনুমোদন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “ঈদের পর বাজেট নিয়ে কার কী মন্তব্য, পরামর্শ থাকবে, সেগুলো আমরা বিবেচনায় নেব। ১৯ জুন পর্যন্ত যে কেউ বাজেটের বিষয়ে মতামত দিতে পারবেন। এরপর ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।”

তিন দিনের মধ্যে মতামত যাচাই-বাছাই করে বাজেট চূড়ান্ত করা সম্ভব কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছি, মতামত তো প্রতিনিয়তই আসছে। সব মত একদিনে আসে না। ইতোমধ্যে নানা মহল থেকে মতামত পাওয়া শুরু হয়েছে।”

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, “বাজেটে দরিদ্র মানুষের জন্য তেমন কোনো সুখবর দেখা যাচ্ছে না।” এর উত্তরে ড. সালেহউদ্দিন বলেন, “সুখবর আছে। বাজেটের কোথায় পরিবর্তন হয়েছে, সেটা একটু খেয়াল করে দেখবেন।”

বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি আনবে কি না এমন প্রশ্নে তিনি সোজাসাপ্টা বলেন, “বাজেটে স্বস্তি আছে।”

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তনের পটভূমিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাজেট ঘিরে এরই মধ্যে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী ২২ জুন কেবিনেট বৈঠকে অনুমোদন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “ঈদের পর বাজেট নিয়ে কার কী মন্তব্য, পরামর্শ থাকবে, সেগুলো আমরা বিবেচনায় নেব। ১৯ জুন পর্যন্ত যে কেউ বাজেটের বিষয়ে মতামত দিতে পারবেন। এরপর ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।”

তিন দিনের মধ্যে মতামত যাচাই-বাছাই করে বাজেট চূড়ান্ত করা সম্ভব কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছি, মতামত তো প্রতিনিয়তই আসছে। সব মত একদিনে আসে না। ইতোমধ্যে নানা মহল থেকে মতামত পাওয়া শুরু হয়েছে।”

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, “বাজেটে দরিদ্র মানুষের জন্য তেমন কোনো সুখবর দেখা যাচ্ছে না।” এর উত্তরে ড. সালেহউদ্দিন বলেন, “সুখবর আছে। বাজেটের কোথায় পরিবর্তন হয়েছে, সেটা একটু খেয়াল করে দেখবেন।”

বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি আনবে কি না এমন প্রশ্নে তিনি সোজাসাপ্টা বলেন, “বাজেটে স্বস্তি আছে।”

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তনের পটভূমিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাজেট ঘিরে এরই মধ্যে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।