০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 60

 

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা।

বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় কিংবা সীমিত সময় খোলা থাকার কারণে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, বিঘ্ন ঘটেছে যাত্রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো এলাকায় জ্বালানি সংকট বা স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা।

বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় কিংবা সীমিত সময় খোলা থাকার কারণে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, বিঘ্ন ঘটেছে যাত্রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো এলাকায় জ্বালানি সংকট বা স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।