১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 83

 

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা।

বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় কিংবা সীমিত সময় খোলা থাকার কারণে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, বিঘ্ন ঘটেছে যাত্রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো এলাকায় জ্বালানি সংকট বা স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা।

বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় কিংবা সীমিত সময় খোলা থাকার কারণে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, বিঘ্ন ঘটেছে যাত্রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো এলাকায় জ্বালানি সংকট বা স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।