১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

আগাম ফলনে খুশি, দাম না পেয়ে চিন্তায় খাগড়াছড়ির আনারস চাষিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

 

 

খাগড়াছড়ির পাহাড়ি ঢালে সোনালী রঙে রোদ মেখে পাকতে শুরু করেছে হানিকুইন জাতের আনারস। আগাম ফলনে আশাবাদী মুখ নিয়ে মাঠে নামলেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তার ছায়া পড়েছে কৃষকের কপালে।

বিজ্ঞাপন

জেলার খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও গুইমারা উপজেলায় সবচেয়ে বেশি আনারসের আবাদ হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে চমৎকার। হরমোন প্রযুক্তি ব্যবহারে সারা বছরই হানিকুইন জাতের আনারস ফলানো সম্ভব হচ্ছে, যার সুফল পাচ্ছেন কৃষকরা। তবে বিপণন সংকটে মুখ থুবড়ে পড়ছে তাদের স্বপ্ন।

চাষিরা জানান, একটি আনারস উৎপাদনে খরচ পড়ে ৫ থেকে ৭ টাকা। কিন্তু বাজারে সাইজভেদে তা বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ টাকার মধ্যে। রোজার আগে বিপুল পরিমাণ আনারস বাগানে থাকলেও পর্যাপ্ত ক্রেতার অভাবে তা দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো সম্ভব হয়নি। ফলে ক্ষতির আশঙ্কায় অনেকেই এখন আগাম ফল বিক্রিতে অনাগ্রহী হয়ে পড়েছেন।

ব্যবসায়ীরাও বলছেন, আনারসের ফলন ভালো হলেও পরিবহন ও বাজারজাতকরণে সমস্যা থাকায় লাভের মুখ দেখা যাচ্ছে না। আনারস পেকে যাওয়ায় বাধ্য হয়ে কম দামে বাগান থেকেই বিক্রি করে দিচ্ছেন চাষিরা।

এদিকে কৃষি বিভাগ বলছে, পাহাড়ে পরিবেশবান্ধব ও লাভজনক চাষ হিসেবে আনারসের প্রসার ঘটছে দ্রুত। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানান, বিকল্প চাষে কৃষকদের আগ্রহী করতে এ বছর ২০০ জন চাষিকে সরবরাহ করা হয়েছে সাড়ে চার লাখ আনারসের চারা। প্রত্যেকে পেয়েছেন ২,২৫০টি করে চারা।

তিনি জানান, এবছর জেলায় ১৬ হাজার ৬০০ হেক্টর জমিতে হানিকুইন জাতের আনারস চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ হাজার মেট্রিক টন। আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে।

তবে এ সফলতার স্থায়িত্ব পেতে হলে বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতেই হবে এমনটাই মত চাষিদের। তাদের প্রশ্ন, “ফলন ভালো হলে কী হবে, যদি ফলের ন্যায্য দামই না পাই?”

নিউজটি শেয়ার করুন

আগাম ফলনে খুশি, দাম না পেয়ে চিন্তায় খাগড়াছড়ির আনারস চাষিরা

আপডেট সময় ০১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

খাগড়াছড়ির পাহাড়ি ঢালে সোনালী রঙে রোদ মেখে পাকতে শুরু করেছে হানিকুইন জাতের আনারস। আগাম ফলনে আশাবাদী মুখ নিয়ে মাঠে নামলেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তার ছায়া পড়েছে কৃষকের কপালে।

বিজ্ঞাপন

জেলার খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও গুইমারা উপজেলায় সবচেয়ে বেশি আনারসের আবাদ হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে চমৎকার। হরমোন প্রযুক্তি ব্যবহারে সারা বছরই হানিকুইন জাতের আনারস ফলানো সম্ভব হচ্ছে, যার সুফল পাচ্ছেন কৃষকরা। তবে বিপণন সংকটে মুখ থুবড়ে পড়ছে তাদের স্বপ্ন।

চাষিরা জানান, একটি আনারস উৎপাদনে খরচ পড়ে ৫ থেকে ৭ টাকা। কিন্তু বাজারে সাইজভেদে তা বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ টাকার মধ্যে। রোজার আগে বিপুল পরিমাণ আনারস বাগানে থাকলেও পর্যাপ্ত ক্রেতার অভাবে তা দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো সম্ভব হয়নি। ফলে ক্ষতির আশঙ্কায় অনেকেই এখন আগাম ফল বিক্রিতে অনাগ্রহী হয়ে পড়েছেন।

ব্যবসায়ীরাও বলছেন, আনারসের ফলন ভালো হলেও পরিবহন ও বাজারজাতকরণে সমস্যা থাকায় লাভের মুখ দেখা যাচ্ছে না। আনারস পেকে যাওয়ায় বাধ্য হয়ে কম দামে বাগান থেকেই বিক্রি করে দিচ্ছেন চাষিরা।

এদিকে কৃষি বিভাগ বলছে, পাহাড়ে পরিবেশবান্ধব ও লাভজনক চাষ হিসেবে আনারসের প্রসার ঘটছে দ্রুত। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানান, বিকল্প চাষে কৃষকদের আগ্রহী করতে এ বছর ২০০ জন চাষিকে সরবরাহ করা হয়েছে সাড়ে চার লাখ আনারসের চারা। প্রত্যেকে পেয়েছেন ২,২৫০টি করে চারা।

তিনি জানান, এবছর জেলায় ১৬ হাজার ৬০০ হেক্টর জমিতে হানিকুইন জাতের আনারস চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ হাজার মেট্রিক টন। আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে।

তবে এ সফলতার স্থায়িত্ব পেতে হলে বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতেই হবে এমনটাই মত চাষিদের। তাদের প্রশ্ন, “ফলন ভালো হলে কী হবে, যদি ফলের ন্যায্য দামই না পাই?”