ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

ভারতের স্থলবন্দরে ৯ প্রকার বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 31

ছবি: সংগৃহীত

 

ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ নির্দেশনা দেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর দিয়ে এই নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলো আর আমদানি করা যাবে না। তবে এগুলো শুধুমাত্র ভারতের নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে আনা যাবে।

নিষিদ্ধ হওয়া পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা এবং বিশেষ ধরনের পাটজাত কাপড়।

এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখনও একইভাবে পোশাকপণ্য মহারাষ্ট্রের নভোসেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আনার অনুমতি রেখেছিল ভারত।

বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। কিন্তু স্থলবন্দর দিয়ে এসব পোশাকপণ্য আমদানি বন্ধ হওয়ায় এ খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা তৈরি হয়েছিল।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য যাবে, সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে সেসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এ ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশি পণ্যের প্রবেশে নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের ছোট ব্যবসায়ী এবং পরিবহন খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, স্থলবন্দর দিয়ে পণ্যের যাতায়াত সহজ এবং কম খরচের হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যে স্থলপথের গুরুত্ব অনেক বেশি। ফলে নতুন এ নিষেধাজ্ঞায় সীমান্তবর্তী অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বিষয়টি নিয়ে উভয় দেশের নীতি-নির্ধারকদের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন, যাতে সামগ্রিক বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।

নিউজটি শেয়ার করুন

ভারতের স্থলবন্দরে ৯ প্রকার বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ১১:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ নির্দেশনা দেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর দিয়ে এই নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলো আর আমদানি করা যাবে না। তবে এগুলো শুধুমাত্র ভারতের নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে আনা যাবে।

নিষিদ্ধ হওয়া পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা এবং বিশেষ ধরনের পাটজাত কাপড়।

এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখনও একইভাবে পোশাকপণ্য মহারাষ্ট্রের নভোসেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আনার অনুমতি রেখেছিল ভারত।

বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। কিন্তু স্থলবন্দর দিয়ে এসব পোশাকপণ্য আমদানি বন্ধ হওয়ায় এ খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা তৈরি হয়েছিল।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য যাবে, সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে সেসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এ ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশি পণ্যের প্রবেশে নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের ছোট ব্যবসায়ী এবং পরিবহন খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, স্থলবন্দর দিয়ে পণ্যের যাতায়াত সহজ এবং কম খরচের হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যে স্থলপথের গুরুত্ব অনেক বেশি। ফলে নতুন এ নিষেধাজ্ঞায় সীমান্তবর্তী অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বিষয়টি নিয়ে উভয় দেশের নীতি-নির্ধারকদের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন, যাতে সামগ্রিক বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।