রমজানে পণ্যের সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা
রমজান মাসকে সামনে রেখে বাজারে প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।”
তিনি জানান, সরকারের পক্ষ থেকে তেল, চাল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে রমজানে নিত্যপণ্যের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। যারা অযথা মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দুর্ভোগ কমাতে বাজার স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। পণ্যের মজুদ পর্যাপ্ত থাকায় এবার রমজানে কোনো সংকট হবে না।
বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।