১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 56

ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।

বিজ্ঞাপন

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল জানান, স্থানীয় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে জমির সেচ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে শাহিদ মোল্লার পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে কাওসার মোল্লার পক্ষের ওপর হামলা চালায়। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় চার নারীসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, জমির পানি নিয়ে এ ধরনের সহিংসতা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এখানে জমির সেচ নিয়ে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ না থাকায় এসব বিরোধ প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। নয়তো ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০

আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।

বিজ্ঞাপন

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল জানান, স্থানীয় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে জমির সেচ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে শাহিদ মোল্লার পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে কাওসার মোল্লার পক্ষের ওপর হামলা চালায়। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় চার নারীসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, জমির পানি নিয়ে এ ধরনের সহিংসতা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এখানে জমির সেচ নিয়ে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ না থাকায় এসব বিরোধ প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। নয়তো ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।