ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষে আরও প্রাণহানি ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা হুমকি ব্রাসিলিয়ার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয় অ্যাঙ্গোলায় জ্বালানি মূল্যের বিরোধে রক্তক্ষয়ী বিক্ষোভ, ২২ জন নিহত নিঃশব্দ আতঙ্কের ছায়া: বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক রহস্য। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে : স্বরাষ্ট্র উপদেষ্টা মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 51

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ক্রিকেট দলের ছদ্মবেশ ধারণ করা ১৫ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সোমবার (১৭ মার্চ) তাদের আটক করা হয় বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।

একেপিএস জানায়, আটক ব্যক্তিরা ক্রিকেট দলের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে ইমিগ্রেশন কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা যায়, আমন্ত্রণপত্রটি জাল এবং এতে উল্লেখিত ২১-২৩ মার্চের টুর্নামেন্টের কোনো অস্তিত্ব নেই। ফলে সন্দেহ আরো ঘনীভূত হয়।

এছাড়াও, দলটি একজন স্পনসরকে তাদের জামিনদার হিসেবে পরিচয় দেয়। তবে উপস্থিত ওই ব্যক্তি স্বীকার করেন, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন।

তদন্তে আরও বেরিয়ে আসে, আটককৃতদের পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো বৈধ প্রমাণ নেই। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল এবং এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ।

এ ঘটনায় একেপিএস তাদের বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, একেপিএস কঠোর সতর্কতা জারি করে বলেছে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা চক্র যদি অবৈধ অনুপ্রবেশ বা মানবপাচারের মতো অপরাধে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় বৈধ অভিবাসনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ক্রিকেট দলের ছদ্মবেশ ধারণ করা ১৫ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সোমবার (১৭ মার্চ) তাদের আটক করা হয় বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।

একেপিএস জানায়, আটক ব্যক্তিরা ক্রিকেট দলের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে ইমিগ্রেশন কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা যায়, আমন্ত্রণপত্রটি জাল এবং এতে উল্লেখিত ২১-২৩ মার্চের টুর্নামেন্টের কোনো অস্তিত্ব নেই। ফলে সন্দেহ আরো ঘনীভূত হয়।

এছাড়াও, দলটি একজন স্পনসরকে তাদের জামিনদার হিসেবে পরিচয় দেয়। তবে উপস্থিত ওই ব্যক্তি স্বীকার করেন, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন।

তদন্তে আরও বেরিয়ে আসে, আটককৃতদের পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো বৈধ প্রমাণ নেই। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল এবং এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ।

এ ঘটনায় একেপিএস তাদের বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, একেপিএস কঠোর সতর্কতা জারি করে বলেছে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা চক্র যদি অবৈধ অনুপ্রবেশ বা মানবপাচারের মতো অপরাধে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় বৈধ অভিবাসনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।