ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ: ব্যবস্থা নেওয়া হয়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 46

ছবি সংগৃহীত

 

মঙ্গলবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে মোট ১০৩টি অভিযোগ জমা পড়েছে। এই হটলাইনটি নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে এই হটলাইন চালু করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে। এর মধ্যে বেশ কিছু অভিযোগে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট থানার অফিসারদের তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যদিকে, যেসব অভিযোগে তাৎক্ষণিক প্রতিকার সম্ভব হয়নি, সেগুলোতে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

তবে, এসব অভিযোগের মধ্যে বেশ কিছু অপ্রাসঙ্গিক ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অপ্রাসঙ্গিক ছিল, যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।

এদিকে, জনগণকে অনুরোধ করা হয়েছে, হটলাইন নম্বরে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক অভিযোগ করার জন্য। অপ্রাসঙ্গিক অভিযোগের ফলে এই সেবা ব্যবস্থার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে, এমনটি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এটি স্পষ্ট যে, পুলিশের হটলাইন সেবা নারী নির্যাতন মোকাবেলায় একটি বড় পদক্ষেপ। দ্রুত অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আরও বেশী নারীকে নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ: ব্যবস্থা নেওয়া হয়েছে

আপডেট সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

মঙ্গলবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে মোট ১০৩টি অভিযোগ জমা পড়েছে। এই হটলাইনটি নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে এই হটলাইন চালু করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে। এর মধ্যে বেশ কিছু অভিযোগে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট থানার অফিসারদের তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যদিকে, যেসব অভিযোগে তাৎক্ষণিক প্রতিকার সম্ভব হয়নি, সেগুলোতে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

তবে, এসব অভিযোগের মধ্যে বেশ কিছু অপ্রাসঙ্গিক ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অপ্রাসঙ্গিক ছিল, যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।

এদিকে, জনগণকে অনুরোধ করা হয়েছে, হটলাইন নম্বরে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক অভিযোগ করার জন্য। অপ্রাসঙ্গিক অভিযোগের ফলে এই সেবা ব্যবস্থার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে, এমনটি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এটি স্পষ্ট যে, পুলিশের হটলাইন সেবা নারী নির্যাতন মোকাবেলায় একটি বড় পদক্ষেপ। দ্রুত অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আরও বেশী নারীকে নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।