১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

অভিযানে সেনাবাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা যৌথভাবে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তারা দালাল চক্রের সদস্যদের আটক করেন এবং যাচাই-বাছাই করে তাদের ভূমিকা নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের বৃহত্তম সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্র রোগী ও স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করে আসছে। বিশেষ করে রোগী ভর্তি, অ্যাম্বুলেন্স সেবা, টেস্টের লাইন ফাঁকি দেওয়া কিংবা বেড বরাদ্দের নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

যাচাই-বাছাই শেষে চিহ্নিত দালালদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগেও ঢামেক হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। গত বছরের নভেম্বরেও এমন এক অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়। তবে প্রতিবার ধরপাকড় চললেও দালাল চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে, যা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে রোগী ও স্বজনদের দালালদের প্রলোভনে না পড়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সরকারি হাসপাতালগুলোর সেবা খাতকে দালালমুক্ত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

অভিযানে সেনাবাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা যৌথভাবে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তারা দালাল চক্রের সদস্যদের আটক করেন এবং যাচাই-বাছাই করে তাদের ভূমিকা নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের বৃহত্তম সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্র রোগী ও স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করে আসছে। বিশেষ করে রোগী ভর্তি, অ্যাম্বুলেন্স সেবা, টেস্টের লাইন ফাঁকি দেওয়া কিংবা বেড বরাদ্দের নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

যাচাই-বাছাই শেষে চিহ্নিত দালালদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগেও ঢামেক হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। গত বছরের নভেম্বরেও এমন এক অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়। তবে প্রতিবার ধরপাকড় চললেও দালাল চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে, যা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে রোগী ও স্বজনদের দালালদের প্রলোভনে না পড়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সরকারি হাসপাতালগুলোর সেবা খাতকে দালালমুক্ত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।