১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ টামস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু ফিরে আসার পর রান্যা রাওকে আটক করে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তার উপর নজর রাখছিল এবং বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাওকে স্বর্ণে ভরা পোশাক পরিধান করতে দেখা গেছে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টা করছেন এমন অভিযোগ রয়েছে। অভিনেত্রী সম্প্রতি মাত্র ১৫ দিনের মধ্যে চারবার দুবাই সফর করেছেন, যা কর্তৃপক্ষের সন্দেহের জন্ম দেয়। রান্যা রাওকে আটক করার পর আরও তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই অভিনেত্রী তার খ্যাতির প্রভাব ব্যবহার করে কাস্টমস চেক অতিক্রম করতে চেয়েছিলেন। অবতরণের সময় তিনি নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন, এবং পরবর্তীতে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগও করেছিলেন।

এখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, যাতে জানা যায়, রান্যা রাওয়ের পরিবারের সদস্যরা বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতেন কিনা, নাকি অভিনেত্রী নিজেকে রক্ষার জন্য বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন।

এছাড়া, তদন্তকারীরা জানাচ্ছেন, রান্যা রাও একাই এই পাচারের সঙ্গে যুক্ত নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের কোনো অংশ হিসেবে কাজ করেছেন, সেই বিষয়েও তদন্ত চলছে।

রান্যা রাও ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে পরিচিতি লাভ করেন। সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তার খ্যাতি বাড়ে। পরে তিনি আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ টামস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু ফিরে আসার পর রান্যা রাওকে আটক করে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তার উপর নজর রাখছিল এবং বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাওকে স্বর্ণে ভরা পোশাক পরিধান করতে দেখা গেছে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টা করছেন এমন অভিযোগ রয়েছে। অভিনেত্রী সম্প্রতি মাত্র ১৫ দিনের মধ্যে চারবার দুবাই সফর করেছেন, যা কর্তৃপক্ষের সন্দেহের জন্ম দেয়। রান্যা রাওকে আটক করার পর আরও তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই অভিনেত্রী তার খ্যাতির প্রভাব ব্যবহার করে কাস্টমস চেক অতিক্রম করতে চেয়েছিলেন। অবতরণের সময় তিনি নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন, এবং পরবর্তীতে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগও করেছিলেন।

এখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, যাতে জানা যায়, রান্যা রাওয়ের পরিবারের সদস্যরা বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতেন কিনা, নাকি অভিনেত্রী নিজেকে রক্ষার জন্য বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন।

এছাড়া, তদন্তকারীরা জানাচ্ছেন, রান্যা রাও একাই এই পাচারের সঙ্গে যুক্ত নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের কোনো অংশ হিসেবে কাজ করেছেন, সেই বিষয়েও তদন্ত চলছে।

রান্যা রাও ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে পরিচিতি লাভ করেন। সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তার খ্যাতি বাড়ে। পরে তিনি আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেন।