পাবনায় মহাসড়কে গাছ ফেলে ২০টিরও বেশি যানবাহন ডাকাতি, আতঙ্ক জনমনে
পাবনার সাঁথিয়া উপজেলায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতি ঘটিয়ে অন্তত ২০টি যানবাহন লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধারে সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় তারা।
এই ঘটনাটি ঘটে ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে, সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, ওই সময় নানা ধরনের যানবাহন প্রাইভেটকার, ট্রাকসহ অন্যান্য গাড়ি সড়ক দিয়ে চলছিল। কিছুক্ষণ পরে ছেচানিয়া তলট এলাকায় সড়কের ওপর গাছের গুড়ি ফেলে যানবাহন থামিয়ে ডাকাতদল তাদের আক্রমণ শুরু করে। অস্ত্রের মুখে প্রায় ২০টি গাড়ির চালক ও যাত্রীদের জিম্মি করে লুটপাটের ঘটনা ঘটানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডাকাতরা সর্বস্ব নিয়ে চলে যাওয়ার আগে যাত্রীদের ভয়ভীতি দেখায় এবং নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। তবে এ মুহূর্তে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।