০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 92

ছবি: সংগৃহীত

 

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের একদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের আলাদা স্থান থেকে গ্রেফতার করে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার কাকুড়া গ্রামের হজরত আলীর ছেলে রবিন মিয়া (১৫) ও পঞ্চগড়ের সোনাহার তেলীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা জানান, ২৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় কলের বাজার থেকে ধীরাশ্রমগামী পাকা সড়কের কালভার্টের কাছে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক হাবিবুর রহমানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই জালাল সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত শুরু করে।

২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পূবাইল থানাধীন মেঘডুবি মিরাপাড়া (মান্নান মার্কেট) এলাকা থেকে রবিন মিয়া এবং মামলার সাথে জড়িত মিজানুর রহমানকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের সিরাজ মার্কেট রানাভোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে রবিন মিয়া ও পলাতক আসামীরা ফোন করে হাবিবুর রহমানের অটোরিকশাটি ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে। এক পর্যায়ে ধারালো কাটার (এন্টি কাটার) দিয়ে হাবিবুরের গলা কেটে হত্যা করে এবং লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

পরে, আসামিরা অটোরিকশাটি মিজানুর রহমানের কাছে দেয়। তিনি অটোরিকশার ৪টি ব্যাটারি, সামনে ব্যবহৃত গ্লাস, ২টি লুকিং গ্লাস ও ৪টি চাকা নিজের হেফাজতে রেখে বাকি অংশ ভাঙারীর দোকানে বিক্রি করে টাকা ভাগাভাগি করেন। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

 

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের একদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের আলাদা স্থান থেকে গ্রেফতার করে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার কাকুড়া গ্রামের হজরত আলীর ছেলে রবিন মিয়া (১৫) ও পঞ্চগড়ের সোনাহার তেলীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা জানান, ২৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় কলের বাজার থেকে ধীরাশ্রমগামী পাকা সড়কের কালভার্টের কাছে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক হাবিবুর রহমানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই জালাল সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত শুরু করে।

২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পূবাইল থানাধীন মেঘডুবি মিরাপাড়া (মান্নান মার্কেট) এলাকা থেকে রবিন মিয়া এবং মামলার সাথে জড়িত মিজানুর রহমানকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের সিরাজ মার্কেট রানাভোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে রবিন মিয়া ও পলাতক আসামীরা ফোন করে হাবিবুর রহমানের অটোরিকশাটি ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে। এক পর্যায়ে ধারালো কাটার (এন্টি কাটার) দিয়ে হাবিবুরের গলা কেটে হত্যা করে এবং লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

পরে, আসামিরা অটোরিকশাটি মিজানুর রহমানের কাছে দেয়। তিনি অটোরিকশার ৪টি ব্যাটারি, সামনে ব্যবহৃত গ্লাস, ২টি লুকিং গ্লাস ও ৪টি চাকা নিজের হেফাজতে রেখে বাকি অংশ ভাঙারীর দোকানে বিক্রি করে টাকা ভাগাভাগি করেন। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।