ঘাটাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি, আতঙ্কে রাতভর পাহারায় গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালিরচালা এলাকায় শিক্ষাসফরে যাওয়া চারটি বাসে ডাকাতি হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত গজারি গাছ ফেলে বাসগুলো আটকে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। ঘটনার সময় তিন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ঘটনায় আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তারা যখন সফরে বের হয়েছিলেন, তখন গাছ ফেলে রাস্তা বন্ধ করে ডাকাতরা অস্ত্রের মুখে লুটপাট চালায়। সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল বলেন, “আমরা এতটাই আতঙ্কিত ছিলাম যে, কেউ বাধা দেওয়ার সাহস পাইনি।”
ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসীরা রাতভর পাহারা দিতে শুরু করেন। মালিরচালা এলাকার বাসিন্দা মো. হায়দার আলী সিকদার বলেন, “আমরা পুলিশের সহযোগিতায় পালাক্রমে পাহারা দিচ্ছি। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও শ্লীলতাহানির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। স্থানীয়রা জানান, সম্প্রতি সাগরদিঘী সড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “ডাকাতির ঘটনা তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।” তবে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।