ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থাভাবে থেমে থাকেনি মিমির পথচলা, পাশে দাঁড়ালেন তারেক রহমান ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নারী ফুটবলারদের বিদ্রোহ: কোচকে বর্জন, জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চিত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬ রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর সুদানে আরএসএফের হামলায় ৫৪ জন নিহত, আহত শতাধিক অপহরণের প্রকোপ: চার মাসে ৩০২ অপহরণ, উদ্বেগ-আতঙ্কে সাধারণ মানুষ কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

খবরের কথা ডেস্ক

 

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমোদন দেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এই সন্ত্রাসীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছিল। আমাদের হামলা সেই লুকানোর জায়গাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক জনগণের ক্ষতি না করেই বহু সন্ত্রাসীকে নির্মূল করেছে।” তবে তিনি হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আইএস বা যে কেউ যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঘটে গত দশকে। যদিও বর্তমানে তাদের শক্তি কমে এসেছে, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে কিছু বিচ্ছিন্ন সদস্য সোমালিয়ায় আইএসের একটি শাখা গড়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

 

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমোদন দেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এই সন্ত্রাসীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছিল। আমাদের হামলা সেই লুকানোর জায়গাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক জনগণের ক্ষতি না করেই বহু সন্ত্রাসীকে নির্মূল করেছে।” তবে তিনি হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আইএস বা যে কেউ যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঘটে গত দশকে। যদিও বর্তমানে তাদের শক্তি কমে এসেছে, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে কিছু বিচ্ছিন্ন সদস্য সোমালিয়ায় আইএসের একটি শাখা গড়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান পরিচালনা করছে।