ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তারা—এমনটি দাবি করেছে বন বিভাগ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায়। পরে রোববার (১৩ জুলাই) কয়রা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

বন বিভাগের অভিযোগ অনুযায়ী, কয়রা বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা কয়েকজনকে বিষ মিশিয়ে চিংড়ি মাছ ধরতে দেখেন এবং সেখান থেকে দুটি নৌকা ও বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেন।

তবে অভিযান শেষে ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা টহল দলের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা বন বিভাগের সদস্যদের মারধর করে এবং জব্দ করা নৌকা দুটি ছিনিয়ে নিয়ে যায়।

হামলার সময় বন বিভাগের বোটম্যান আলমগীর হোসেন এবং কর্মী তোরাব আলী গুরুতর আহত হন। তাদের হাতের কবজি ও আঙুল ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এদিকে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক জানান, বন বিভাগের মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবে এ ধরনের হামলা বনরক্ষীদের মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২

আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তারা—এমনটি দাবি করেছে বন বিভাগ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায়। পরে রোববার (১৩ জুলাই) কয়রা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

বন বিভাগের অভিযোগ অনুযায়ী, কয়রা বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা কয়েকজনকে বিষ মিশিয়ে চিংড়ি মাছ ধরতে দেখেন এবং সেখান থেকে দুটি নৌকা ও বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেন।

তবে অভিযান শেষে ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা টহল দলের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা বন বিভাগের সদস্যদের মারধর করে এবং জব্দ করা নৌকা দুটি ছিনিয়ে নিয়ে যায়।

হামলার সময় বন বিভাগের বোটম্যান আলমগীর হোসেন এবং কর্মী তোরাব আলী গুরুতর আহত হন। তাদের হাতের কবজি ও আঙুল ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এদিকে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক জানান, বন বিভাগের মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবে এ ধরনের হামলা বনরক্ষীদের মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।