ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

সোহাগ হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিটফোর্ড হাসপাতালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের বাইরে কেউ থাকবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে সোহাগ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যদেরও শিগগির আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের একটি অংশমাত্র। মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আচরণ ও সহযোগিতাই নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো।

উল্লেখ্য, মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি মব ভায়োলেন্সে নিহত হন একজন যুবক সোহাগ। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার দাবি জানায় সাধারণ মানুষ।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এ আশার প্রতিফলন ঘটেছে যে, অপরাধী যত বড়ই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

নিউজটি শেয়ার করুন

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

সোহাগ হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিটফোর্ড হাসপাতালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের বাইরে কেউ থাকবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে সোহাগ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যদেরও শিগগির আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের একটি অংশমাত্র। মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আচরণ ও সহযোগিতাই নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো।

উল্লেখ্য, মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি মব ভায়োলেন্সে নিহত হন একজন যুবক সোহাগ। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার দাবি জানায় সাধারণ মানুষ।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এ আশার প্রতিফলন ঘটেছে যে, অপরাধী যত বড়ই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।