ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

‘অপারেশন ইগল হান্ট’ মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ‘অপারেশন ইগল হান্ট’-এর নামে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে নিরপরাধ মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত খোশ মোহাম্মদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে ‘অপারেশন ইগল হান্ট’-এর ঘটনায় দায়ের হওয়া মামলায় সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “তার (গোলাম কিবরিয়ার) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি একাধিক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।”
তিনি আরও জানান, গ্রেফতার গোলাম কিবরিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং কেউ দোষী হলে তার বিচার হোক তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন।

এদিকে প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, গোলাম কিবরিয়ার গ্রেফতার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তার রাজনৈতিক পরিচয় এবং অতীত ভূমিকা থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত দাবি করছে সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

‘অপারেশন ইগল হান্ট’ মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৩:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ‘অপারেশন ইগল হান্ট’-এর নামে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে নিরপরাধ মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত খোশ মোহাম্মদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে ‘অপারেশন ইগল হান্ট’-এর ঘটনায় দায়ের হওয়া মামলায় সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “তার (গোলাম কিবরিয়ার) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি একাধিক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।”
তিনি আরও জানান, গ্রেফতার গোলাম কিবরিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং কেউ দোষী হলে তার বিচার হোক তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন।

এদিকে প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, গোলাম কিবরিয়ার গ্রেফতার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তার রাজনৈতিক পরিচয় এবং অতীত ভূমিকা থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত দাবি করছে সচেতন মহল।