ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে রোবটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসার নতুন যুগের সূচনা, সেবা কাল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২০ ফিলিস্তিনি বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)।

র‍্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোঃ রুবেলের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব বলছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)।

র‍্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোঃ রুবেলের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব বলছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।