আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: তরুণীসহ আটক ৪৮
- আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 43
কক্সবাজার শহরের কলাতলী কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন।
শনিবার (১৪ জুন) দিবাগত রাতে শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে একাধিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, কটেজ জোন এলাকায় কিছু আবাসিক হোটেল ও গেস্ট হাউজে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি চক্র। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছিল এবং কক্সবাজারের পর্যটন ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত হোটেল মালিক ও সংশ্লিষ্টদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।


























