ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে তেঁতুলিয়া নদীর উপকূলে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য শ্রমিকের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার: তারেক রহমান কাশ্মীর সংকটে ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি রাষ্ট্রদূত ইসরায়েল গাজার মানচিত্র নতুন করে আঁকছে, ফিলিস্তিনিদের ঠেলে দিচ্ছে মাত্র এক-তৃতীয়াংশ জায়গায় আরব সাগরে মার্কিন রণতরীতে হুতিদের ড্রোন হামলার দাবি চলন্ত গাড়িতে গুলি করে এমপিকে হত্যা কুয়েটে অন্তবর্তী উপাচার্যের দায়িত্বে অধ্যাপক ড. হযরত আলী খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক সবচেয়ে সফল প্রথম ১০০ দিন শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না ড. ইফতিখারুল আলম মাসউদ।

তিনি বলেন, ‘রাতে ড্রয়িংরুমেই বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পাই। বুঝতে পারি যে বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এখন কারা কী কারণে এটা করেছে তার কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে। আমি থানায় অভিযোগ করব।’

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’

ওসি বলেন, ‘সম্ভবত পায়ে হেঁটেই দুর্বৃত্তরা এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গেও কথা হয়েছে। তিনি অভিযোগ করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ

আপডেট সময় ০২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না ড. ইফতিখারুল আলম মাসউদ।

তিনি বলেন, ‘রাতে ড্রয়িংরুমেই বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পাই। বুঝতে পারি যে বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এখন কারা কী কারণে এটা করেছে তার কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে। আমি থানায় অভিযোগ করব।’

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’

ওসি বলেন, ‘সম্ভবত পায়ে হেঁটেই দুর্বৃত্তরা এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গেও কথা হয়েছে। তিনি অভিযোগ করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।’