১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

শৈলকুপায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 74

ছবি সংগৃহীত

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাস ও রইচ-মান্নান মেম্বার গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন চলছিল। সেই বিরোধ চরমে ওঠে বুধবার রাত সাড়ে ১০টার দিকে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় টহল জোরদার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগেও এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল, তবে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এবার ফের সংঘর্ষে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি তারা চান, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনা হোক।

পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শৈলকুপায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাস ও রইচ-মান্নান মেম্বার গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন চলছিল। সেই বিরোধ চরমে ওঠে বুধবার রাত সাড়ে ১০টার দিকে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় টহল জোরদার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগেও এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল, তবে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এবার ফের সংঘর্ষে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি তারা চান, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনা হোক।

পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে।