আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় আগামীকাল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর রায় আগামীকাল রোববার ঘোষণা হতে পারে। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামীকাল এ মামলার রায় ঘোষণা করবেন।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার শিকার হন। আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন এবং পুলিশ ২৫ জন বুয়েট ছাত্রের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বর মাসে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে বলা হয়, আসামিরা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে পিটিয়ে হত্যা করেছেন।
২০২১ সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন, যেখানে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের পর ২০২২ সালের জানুয়ারি মাসে ডেথ রেফারেন্সসহ মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। এরপর আসামিরা জেল আপিল এবং নিয়মিত আপিল করেন।
বিচারিক আদালতের রায়ের পর, ২০২২ সালের জানুয়ারি থেকে হাইকোর্টে শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক কার্যদিবসে শুনানি অনুষ্ঠিত হয়। গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপন করে এবং ১০ ফেব্রুয়ারি পুনরায় শুনানি হয়। আদালত গত ২৪ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
এদিকে, মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ২০২৩ সালের আগস্টে গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যান।
এই মামলার গুরুত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি, বুয়েটে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের জন্য সবার কাছে এক বড় বার্তা বহন করছে। আইন ও ন্যায়বিচারের প্রসঙ্গে আগামীকাল রায়টি অনেকের জন্য একটি মাইলফলক হতে পারে।