ভারতের বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে বিবিসিকে ভারতীয় কর্তৃপক্ষের ৩.৯৮ লাখ ডলারের জরিমানা
ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা (ইডি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেশটির বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির বিরুদ্ধে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড, যা প্রায় ৩ লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার, জরিমানা আরোপ করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিল মাসে ইডি বিবিসির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের অধীনে তদন্ত শুরু করে। এর কিছুদিন পর, দিল্লি ও মুম্বাইতে সংবাদমাধ্যমটির কার্যালয়ে তল্লাশি চালায় ভারতের কর কর্তৃপক্ষ। ইডির বিধিমালা অনুযায়ী, সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা আরোপের ক্ষমতা রয়েছে তাদের।
ব্রিটিশ সংবাদমাধ্যমের মালিকানা নিয়ে ভারত সরকার আগে থেকেই উদ্বিগ্ন ছিল। ২০২৩ সালের শুরুর দিকে, বিদেশি মালিকানা পরিমাণ হ্রাসের জন্য বিবিসিকে আইনি নোটিশ দেয়া হয়। তাদের অনুমোদিত বিদেশি শেয়ার ছিল ২৬ শতাংশ, যার পরিপ্রেক্ষিতে এই জরিমানা আরোপ করা হয়েছে।
বিবিসির তিন পরিচালককেও প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তবে বিবিসি দাবি করেছে, তারা এখনও চূড়ান্ত আদেশের কপি পায়নি। এক বিবৃতিতে তারা জানায়, আদেশের কপি পেলেই তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সম্প্রচারিত এক ডকুমেন্টারি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ওই ডকুমেন্টারিতে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে সহস্রাধিক মানুষ প্রাণ হারান, অধিকাংশই মুসলিম। ভারত সরকার এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে এবং এর সম্প্রচার ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।