অপরাধ
মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি: গ্রেপ্তার ৩, লুন্ঠিত ফোন-টাকা উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন ডাকাতের সন্ধান চলছে।
শনিবার টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মির্জাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুল ইসলাম, সবুজ এবং শরীফুজ্জামান রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ছুরি এবং ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ ও ঢাকায় কয়েকটি বাস ডাকাতির মামলা রয়েছে।
এ ঘটনাটি ঘটে গত ১৭ ফেব্রুয়ারি রাতে, যখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আমরি ট্রাভেলসের বাসটি ডাকাতির শিকার হয়। রাত ১২টা ৩৫ মিনিটে বাসে ডাকাতি শুরু হয়, এবং প্রায় তিন ঘণ্টা পর, রাত ৩টা ৫২ মিনিটে ডাকাতরা বাস থেকে নেমে যায়। যাত্রীরা জানান, ডাকাতির পর বাসের চালক ও সুপারভাইজার নানা অজুহাত দেখিয়ে বাসটি চালিয়ে নিয়ে যান।
বাসের যাত্রীদের অভিযোগের পর মির্জাপুর থানায় মামলা করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে সাভার মডেল থানার গেন্ডা এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মামলার তদন্ত চলছে এবং অন্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।