মোহাম্মদপুরের আতঙ্ক কবজি কাটা আনোয়ার গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ভয় ও ত্রাসের প্রতীক ‘কবজি কাটা’ আনোয়ার হোসেনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-২। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।
দুর্ধর্ষ এই সন্ত্রাসীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মোহাম্মদপুর ও আদাবর এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে আনোয়ার ও তার ‘কবজি কাটা গ্রুপ’ ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি, এমনকি নির্মম হত্যাকাণ্ডে জড়িত ছিল। যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’ অনুসন্ধানে তার গ্যাংয়ের ভয়ঙ্কর সব অপকর্মের ভিডিও ফাঁস হওয়ার পর প্রশাসন আরও তৎপর হয়।
এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে তার গ্যাংয়ের কয়েকজন ধরা পড়লেও আনোয়ার ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এক ডজনেরও বেশি মামলার এই আসামিকে অবশেষে র্যাবের গোয়েন্দা দল পাকড়াও করে।
জানা গেছে, আনোয়ার তার প্রতিপক্ষ কিংবা নিরীহ ব্যক্তিদের হাতের কবজি কেটে উল্লাস করত। ভয়ঙ্কর এই অপরাধীর নৃশংসতার কারণে এলাকাবাসী তাকে ‘কবজি কাটা আনোয়ার’ নামে চিনত। তার নেতৃত্বে পরিচালিত গ্রুপ একের পর এক রক্তাক্ত ঘটনা ঘটিয়ে আসছিল, যা পুরো এলাকাকে আতঙ্কে রেখেছিল।
এলাকাবাসী এখন চায়, আনোয়ারের পেছনে থাকা মূল আশ্রয়দাতা এক্সেল বাবু ও লেদু হাসানকেও দ্রুত আইনের আওতায় আনা হোক। প্রশাসনও জানিয়েছে, অপরাধের শিকড় উপড়ে ফেলতে আরও অভিযান চলবে।”