ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট

মেহেরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: ১০ আসামি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ সফলভাবে পরিচালিত হয়েছে, যেখানে ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে একাধিক পুলিশ টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুর শহরের বেড়পাড়ার জাহিদ হোসেন, নতুন পাড়ার লালন শেখ, সদর উপজেলার হরিরামপুর গ্রামের শরিফ, ময়ামারি গ্রামের মো. রশিদ, সাহেবপুর গ্রামের লিয়াকত মোল্লা, তার ছেলে শরিফুল ইসলাম, আনারের ছেলে আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের আবুল কালাম এবং খোকসা গ্রামের সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশের বিশেষ টিমের সহযোগিতায় বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করতে এই অভিযান চলমান থাকবে।”

মেহেরপুর জেলা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট

মেহেরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: ১০ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ সফলভাবে পরিচালিত হয়েছে, যেখানে ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে একাধিক পুলিশ টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুর শহরের বেড়পাড়ার জাহিদ হোসেন, নতুন পাড়ার লালন শেখ, সদর উপজেলার হরিরামপুর গ্রামের শরিফ, ময়ামারি গ্রামের মো. রশিদ, সাহেবপুর গ্রামের লিয়াকত মোল্লা, তার ছেলে শরিফুল ইসলাম, আনারের ছেলে আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের আবুল কালাম এবং খোকসা গ্রামের সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশের বিশেষ টিমের সহযোগিতায় বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করতে এই অভিযান চলমান থাকবে।”

মেহেরপুর জেলা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করছে।