০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শরীয়তপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 89

ছবি সংগৃহীত

 

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না চাই জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক পরিচালিত এ অভিযানটি গত ১৯ এপ্রিল (শনিবার) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। রোববার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাংলাবাজার এলাকার দুটি দোকানের গোডাউন ঘিরে ফেলে কোস্ট গার্ড সদস্যরা। সেখান থেকে আনুমানিক ৬৫ লাখ মিটার কারেন্ট জাল এবং ৪২০টি চায়না চাই জাল উদ্ধার করা হয়, যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা।

জব্দকৃত এসব অবৈধ জাল পরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না চাই জাল দেশের নদ-নদী এবং জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। নিষিদ্ধ এই জাল ব্যবহার করে মাছ ধরায় দেশের জলজ সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের আইন-শৃঙ্খলা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অপরাধ নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এমন পদক্ষেপ ইতিবাচক ফল দিচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও অবৈধ মাছ ধরার উপকরণ রোধে এবং জলজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ধ্বংসের পরিমাণ বেড়েছে, যা সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট সময় ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না চাই জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক পরিচালিত এ অভিযানটি গত ১৯ এপ্রিল (শনিবার) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। রোববার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাংলাবাজার এলাকার দুটি দোকানের গোডাউন ঘিরে ফেলে কোস্ট গার্ড সদস্যরা। সেখান থেকে আনুমানিক ৬৫ লাখ মিটার কারেন্ট জাল এবং ৪২০টি চায়না চাই জাল উদ্ধার করা হয়, যেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা।

জব্দকৃত এসব অবৈধ জাল পরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না চাই জাল দেশের নদ-নদী এবং জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। নিষিদ্ধ এই জাল ব্যবহার করে মাছ ধরায় দেশের জলজ সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের আইন-শৃঙ্খলা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অপরাধ নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এমন পদক্ষেপ ইতিবাচক ফল দিচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও অবৈধ মাছ ধরার উপকরণ রোধে এবং জলজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ধ্বংসের পরিমাণ বেড়েছে, যা সচেতন মহলে প্রশংসিত হয়েছে।