শিরোনাম :
অবশেষে কারারের দোহায় যুদ্ধ বিরতী চুক্তিতে সই করেছে
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 103
অবশেষে কারারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিও ওই চুক্তিপত্রে সই করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস।
বিবৃতিতে জানানো হয়, চুক্তির বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। এর আগে আজ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ায় রোববার থেকে জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্ততাকারীরা।


















