০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 83

ছবি: সংগৃহীত

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।

নিউজটি শেয়ার করুন

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।