ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ৩১ মোবাইল জব্দ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখীতে সফলতা, কৃষকদের মুখে হাসি বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ২১তম দিনে ঢাকাসহ সারা দেশে ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার ও বেশ কিছু দেশি অস্ত্র।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে আরও ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিশেষ অভিযানের ৫৬৯ জনও অন্তর্ভুক্ত।

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ দিনের অভিযানে জেলায় ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জেলার ৯টি উপজেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁর মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি এখন রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করে সেখানে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ]ঢাকার কারওয়ান বাজার থেকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের একটি মামলার আসামি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঢাকার একটি আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে অপর আরও তিনটি মামলা রয়েছে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ২১তম দিনে ঢাকাসহ সারা দেশে ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার ও বেশ কিছু দেশি অস্ত্র।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে আরও ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিশেষ অভিযানের ৫৬৯ জনও অন্তর্ভুক্ত।

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ দিনের অভিযানে জেলায় ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জেলার ৯টি উপজেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁর মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি এখন রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করে সেখানে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ]ঢাকার কারওয়ান বাজার থেকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের একটি মামলার আসামি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঢাকার একটি আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে অপর আরও তিনটি মামলা রয়েছে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।