ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ২১তম দিনে ঢাকাসহ সারা দেশে ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার ও বেশ কিছু দেশি অস্ত্র।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে আরও ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিশেষ অভিযানের ৫৬৯ জনও অন্তর্ভুক্ত।

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ দিনের অভিযানে জেলায় ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জেলার ৯টি উপজেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁর মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি এখন রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করে সেখানে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ]ঢাকার কারওয়ান বাজার থেকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের একটি মামলার আসামি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঢাকার একটি আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে অপর আরও তিনটি মামলা রয়েছে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ১০:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ২১তম দিনে ঢাকাসহ সারা দেশে ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার ও বেশ কিছু দেশি অস্ত্র।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে আরও ১,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিশেষ অভিযানের ৫৬৯ জনও অন্তর্ভুক্ত।

বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ দিনের অভিযানে জেলায় ২৭২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জেলার ৯টি উপজেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুকে আটক করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁর মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি এখন রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করে সেখানে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ]ঢাকার কারওয়ান বাজার থেকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের একটি মামলার আসামি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঢাকার একটি আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে অপর আরও তিনটি মামলা রয়েছে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।