০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 94

ছবি সংগৃহীত

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রাতের অন্ধকারে ১৫ জন বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে পুশব্যাক করেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএসএফের হাতে আটক ১৫ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন স্থানে পৌঁছান এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ কর্তৃক আটক হন। পরে, মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে কয়েকদিন জেল খাটার পর গত মঙ্গলবার রাতে বিএসএফ তাদেরকে কাঁটাতার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার শিবাস হালদার, তার ছেলে হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিরাজুল ইসলাম, আক্কাস আলী, রাজশাহী জেলার শাহিন আলী এবং পিরোজপুর জেলার আজিল সিপাইসহ আরও কয়েকজন। এর মধ্যে রয়েছে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক রিয়াজ, যিনি উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, রাতের অন্ধকারে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় এবং তারা পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আশপাশে অবস্থান করেন। সকালে, তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে, যদিও ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের পুশব্যাক নতুন কিছু নয়।

 

নিউজটি শেয়ার করুন

মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৭:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রাতের অন্ধকারে ১৫ জন বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে পুশব্যাক করেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএসএফের হাতে আটক ১৫ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন স্থানে পৌঁছান এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ কর্তৃক আটক হন। পরে, মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে কয়েকদিন জেল খাটার পর গত মঙ্গলবার রাতে বিএসএফ তাদেরকে কাঁটাতার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার শিবাস হালদার, তার ছেলে হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিরাজুল ইসলাম, আক্কাস আলী, রাজশাহী জেলার শাহিন আলী এবং পিরোজপুর জেলার আজিল সিপাইসহ আরও কয়েকজন। এর মধ্যে রয়েছে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক রিয়াজ, যিনি উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, রাতের অন্ধকারে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় এবং তারা পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আশপাশে অবস্থান করেন। সকালে, তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে, যদিও ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের পুশব্যাক নতুন কিছু নয়।