ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

বৃষ্টির বাধা মানছে না কোরবানির হাট, জমে উঠেছে পশু কেনাবেচা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

সকাল থেকেই বৈরী আবহাওয়া আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সাপ্তাহিক পশুর হাটে দেখা গেছে কিছুটা ধীরগতি। তবুও নসিমন-করিমনে চেপে ব্যাপারীরা গরু নিয়ে ছুটে এসেছেন হাটে।

হাটজুড়ে চলছে দরদাম, গরু দেখা ও বাছাইয়ের ব্যস্ততা। ঈদের আমেজে ধীরে ধীরে জমে উঠছে হাট। গরুর পাশাপাশি কিছু ছাগলও দেখা যাচ্ছে বিক্রির জন্য। বিক্রেতারা জানালেন, সন্তোষজনক দাম পেলে গরু বিক্রি করবেন, না হলে অপেক্ষা করবেন বড় হাটের জন্য।

হাটে গরু নিয়ে আসা হুমায়ুন বলেন, “বৃষ্টির কারণে আজকে হাটে মানুষ কম। তবুও কিছু কিছু গরু বিক্রি হচ্ছে। গত বছরের মতোই দাম আছে। খুব একটা বাড়েনি। তবে গরুর খাবারের দাম অনেক বেড়েছে, তাই গরুর দাম বাড়তেও পারে।”

রফিক নামের আরেক বিক্রেতা বলেন, “তিনটা গরু এনেছি, একটাও বিক্রি হয়নি। যদি না বিক্রি হয়, তাহলে অন্য হাটে নিয়ে যাবো। এখনো অনেক ব্যাপারী বাড়ি বাড়ি গিয়ে গরু কিনছেন। আগামী বৃহস্পতিবার এই হাটে শেষবারের মতো বসবে কোরবানির বাজার, তখন আরও গরু উঠবে।”

বৃষ্টি ভেজা মাঠে গরু দেখতে এসে হতাশ ক্রেতা সুমন বললেন, “মাঠে পানি আর কাদা। কাছে গিয়ে গরু দেখার সাহসই হচ্ছে না। ভাবছি দুই-একদিন পর আবার আসবো, এখনো সময় আছে।”

এদিকে, খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনার ১০ জেলায় কোরবানির উপযোগী পশুর সংখ্যা প্রায় ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি। চাহিদা রয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি। সেই হিসাবে প্রায় ৩ লাখ ৮৭ হাজার পশু অতিরিক্ত রয়েছে। ফলে কোরবানির পশুর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর মধ্যেই খুলনার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আগামী ১ জুন থেকে খুলনার জোড়াগেট এলাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কোরবানির হাট। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা আশা করছেন, সেখান থেকেই জমে উঠবে মূল বেচাকেনা।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির বাধা মানছে না কোরবানির হাট, জমে উঠেছে পশু কেনাবেচা

আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

সকাল থেকেই বৈরী আবহাওয়া আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সাপ্তাহিক পশুর হাটে দেখা গেছে কিছুটা ধীরগতি। তবুও নসিমন-করিমনে চেপে ব্যাপারীরা গরু নিয়ে ছুটে এসেছেন হাটে।

হাটজুড়ে চলছে দরদাম, গরু দেখা ও বাছাইয়ের ব্যস্ততা। ঈদের আমেজে ধীরে ধীরে জমে উঠছে হাট। গরুর পাশাপাশি কিছু ছাগলও দেখা যাচ্ছে বিক্রির জন্য। বিক্রেতারা জানালেন, সন্তোষজনক দাম পেলে গরু বিক্রি করবেন, না হলে অপেক্ষা করবেন বড় হাটের জন্য।

হাটে গরু নিয়ে আসা হুমায়ুন বলেন, “বৃষ্টির কারণে আজকে হাটে মানুষ কম। তবুও কিছু কিছু গরু বিক্রি হচ্ছে। গত বছরের মতোই দাম আছে। খুব একটা বাড়েনি। তবে গরুর খাবারের দাম অনেক বেড়েছে, তাই গরুর দাম বাড়তেও পারে।”

রফিক নামের আরেক বিক্রেতা বলেন, “তিনটা গরু এনেছি, একটাও বিক্রি হয়নি। যদি না বিক্রি হয়, তাহলে অন্য হাটে নিয়ে যাবো। এখনো অনেক ব্যাপারী বাড়ি বাড়ি গিয়ে গরু কিনছেন। আগামী বৃহস্পতিবার এই হাটে শেষবারের মতো বসবে কোরবানির বাজার, তখন আরও গরু উঠবে।”

বৃষ্টি ভেজা মাঠে গরু দেখতে এসে হতাশ ক্রেতা সুমন বললেন, “মাঠে পানি আর কাদা। কাছে গিয়ে গরু দেখার সাহসই হচ্ছে না। ভাবছি দুই-একদিন পর আবার আসবো, এখনো সময় আছে।”

এদিকে, খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনার ১০ জেলায় কোরবানির উপযোগী পশুর সংখ্যা প্রায় ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি। চাহিদা রয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি। সেই হিসাবে প্রায় ৩ লাখ ৮৭ হাজার পশু অতিরিক্ত রয়েছে। ফলে কোরবানির পশুর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর মধ্যেই খুলনার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আগামী ১ জুন থেকে খুলনার জোড়াগেট এলাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কোরবানির হাট। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা আশা করছেন, সেখান থেকেই জমে উঠবে মূল বেচাকেনা।