ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগর-রুনি হত্যা: ১১৮ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন অচল সেন্টমার্টিন দ্বীপে দুর্বিষহ জীবন নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায় শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৬ ইউক্রেনীয় সেনা নিহত

জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে শুনানি বৃহস্পতিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে দাখিল করা আপিলের শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে, চলতি বছরের ১৪ মে হাইকোর্ট ডা. জোবাইদা রহমানকে জামিন দেন এবং তার দণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করেন। শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ আরও কয়েকজন।

দুদক ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা এবং জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে গত বছরের শেষদিকে সরকারের পক্ষ থেকে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। সরকারের জারি করা গেজেটে বলা হয়, আদালতে আপিলের সুযোগ দিতে বিনা শর্তে তার দণ্ড স্থগিত করা হয়েছে।

এরপর চলতি বছরের ৬ মে দীর্ঘদিনের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত ১৪ মে জামিন মঞ্জুর করেন এবং আপিল গ্রহণ করে।

আগামী বৃহস্পতিবারের শুনানিতে জোবাইদা রহমানের আইনজীবীরা দণ্ড বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনার ঝড়।

নিউজটি শেয়ার করুন

জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে শুনানি বৃহস্পতিবার

আপডেট সময় ০২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে দাখিল করা আপিলের শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে, চলতি বছরের ১৪ মে হাইকোর্ট ডা. জোবাইদা রহমানকে জামিন দেন এবং তার দণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করেন। শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ আরও কয়েকজন।

দুদক ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা এবং জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে গত বছরের শেষদিকে সরকারের পক্ষ থেকে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। সরকারের জারি করা গেজেটে বলা হয়, আদালতে আপিলের সুযোগ দিতে বিনা শর্তে তার দণ্ড স্থগিত করা হয়েছে।

এরপর চলতি বছরের ৬ মে দীর্ঘদিনের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত ১৪ মে জামিন মঞ্জুর করেন এবং আপিল গ্রহণ করে।

আগামী বৃহস্পতিবারের শুনানিতে জোবাইদা রহমানের আইনজীবীরা দণ্ড বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনার ঝড়।