ছুটির দিনেও খোলা ব্যাংক, কম গ্রাহকের আনাগোনা

- আপডেট সময় ০১:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / 8
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। অন্য কর্মদিবসের মতোই স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারছে গ্রাহক। ব্যাংক লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে।
আজ শনিবার ব্যাংক খোলা থাকলেও গ্রাহক অন্য দিনের তুলনায় কম। সকাল থেকে ব্যাংকগুলোর অধিকাংশ শাখার কাউন্টারে গ্রাহক তুলনামূলক কম। কিছু কিছু কাউন্টারে কোনো গ্রাহকই দেখা যায়নি।
ব্যাংকাররা বলছেন, শনিবার সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক গ্রাহক ব্যক্তিগত কাজ করে থাকেন। আবার অনেকেই আজ সড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দুপুরের দিকে গ্রাহক বাড়বে বলে আশা তাদের।
সকালে কথা হয় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. মাহবুবের সঙ্গে তিনি বলেন, সকাল থেকে গ্রাহক কিছুটা কম। আজ শনিবার হওয়ায় হয়তো এমনটা হয়েছে। অনেকেই হয়তো ভাবছেন ছুটি, কেউ আবার এ কারণে আসেননি। তবে দুপুরের দিকে গ্রাহক বাড়তে পারে।
সোনালী ব্যাংক কর্মকর্তা পারভেজ বলেন, শনিবার সাধারণত ছুটি থাকে। আবার গত কয়েক দিন সড়কে যানজট ছিল। এসব কারণে অনেক গ্রাহক সকালের দিকে আসেননি। দুপুরের মধ্যে গ্রাহক বাড়বে বলে আশা করছি।
এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবারও (১৭ মে) অফিস খোলা রয়েছে।
উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।