ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

গাজায় গণহত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালসহ সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মবিরতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 75

ছবি সংগৃহীত

 

গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে নানা স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সোমবার (৭ এপ্রিল) ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

ঠাকুরগাঁওয়ে কয়েক হাজার শিক্ষার্থী দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে একত্রিত হয়ে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদ জানান। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নেয়। শ্লোগানে শ্লোগানে তারা ইসরায়েলের দখলদারিত্ব ও যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

চাঁদপুরেও একই ধরনের প্রতিবাদে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। সকাল ১১টায় হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভটি। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়ান।

চাঁদপুরের শিক্ষার্থীরা বলেন, “গাজা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মার অংশ। সেখানে যে বর্বরতা চলছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।” তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং বিশ্ববাসীর প্রতি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।

বরিশালেও একই দিনে পালিত হয় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি। সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই কর্মসূচি আবার টাউন হলেই শেষ হয়। শেরেবাংলা মেডিক্যাল কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে গাজার জনগণের পাশে অবস্থান নিয়েছে।

বিশ্বব্যাপী ডাকা ‘গ্লোবাল ওয়ার্ক ওয়ার্কআউট ফর প্যালেস্টাইন’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা যে প্রতিবাদের ভাষা গড়ে তুলেছে, তা মানবতার পক্ষে এক সাহসী উচ্চারণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় গণহত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালসহ সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মবিরতি

আপডেট সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে নানা স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সোমবার (৭ এপ্রিল) ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

ঠাকুরগাঁওয়ে কয়েক হাজার শিক্ষার্থী দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে একত্রিত হয়ে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদ জানান। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নেয়। শ্লোগানে শ্লোগানে তারা ইসরায়েলের দখলদারিত্ব ও যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

চাঁদপুরেও একই ধরনের প্রতিবাদে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। সকাল ১১টায় হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভটি। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়ান।

চাঁদপুরের শিক্ষার্থীরা বলেন, “গাজা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মার অংশ। সেখানে যে বর্বরতা চলছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।” তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং বিশ্ববাসীর প্রতি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।

বরিশালেও একই দিনে পালিত হয় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি। সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই কর্মসূচি আবার টাউন হলেই শেষ হয়। শেরেবাংলা মেডিক্যাল কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে গাজার জনগণের পাশে অবস্থান নিয়েছে।

বিশ্বব্যাপী ডাকা ‘গ্লোবাল ওয়ার্ক ওয়ার্কআউট ফর প্যালেস্টাইন’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা যে প্রতিবাদের ভাষা গড়ে তুলেছে, তা মানবতার পক্ষে এক সাহসী উচ্চারণ হয়ে উঠেছে।