ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।