ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।