টাঙ্গাইলের নাগরপুরে টমেটো চাষে ব্যাপক সাফল্য, তবে দাম কমে বিপাকে কৃষকরা
টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে এবার ব্যাপক হারে টমেটো চাষ হয়েছে, এবং বিষমুক্ত টমেটো উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। তবে চাষিরা এখন এক বড় সমস্যার মুখে দামের ব্যাপক হ্রাস। ফলন ভালো হলেও, কম দামে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।
চাষিরা জানিয়েছেন, শুরুতে প্রতি মণ টমেটো ২,০০০ থেকে ২,৫০০ টাকা দরে বিক্রি হলেও, বর্তমানে তা কমে ৩০০ থেকে ৫০০ টাকা মণ দরে চলে এসেছে। উৎপাদন বেশি হলেও, বাজারে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।
কৃষক বাদশা মিয়া জানান, “১১৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। ফলন ভালো, কিন্তু বাজারে ৩০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। আগে প্রতি মণ ১,৫০০ থেকে ২,০০০ টাকা দামে বিক্রি হত। এখন সার ও বীজের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে, আর টমেটো বিক্রি করতে গিয়ে লোকসান হতে পারে।”
এছাড়া কৃষক রুবেল ইসলাম বলেন, “টমেটো বিক্রি করতে গিয়ে ক্রেতার অভাব দেখা যাচ্ছে। দাম কম এবং খরচ বেশি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।”
এদিকে, উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছরে ১৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বাড়তি। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেত মিয়া বলেছেন, “বর্তমানে কৃষকরা ৩০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন। দাম যদি ৪০ থেকে ৫০ টাকা কেজি হয়, তাহলে তারা ভালো লাভ পেতেন।”
কৃষকরা সরকারের কাছে সহায়তা ও দামের উন্নতির জন্য আশাবাদী। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান জানিয়েছেন, “নাগরপুরে টমেটো চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করছি।”
এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য সরকারী সাহায্য ও দামের উন্নতি কামনা করছেন চাষিরা।