০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

দিনাজপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 42

ছবি সংগৃহীত

 

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরসহ মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর পরিচালিত এই অভিযানকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশের ‘অপারেশন ডেভিলহান্ট’ নামক বিশেষ অভিযান চলছে। এই অভিযানের আওতায় মাদক কারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, “দিনাজপুর জেলাকে নিরাপদ রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গাইবান্ধা-২ আসনের সাবেক এমপিসহ যারা আত্মগোপনে ছিল, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। এই অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৭৫ জনের মধ্যে দিনাজপুর সদর (কোতয়ালী) থানা এলাকা থেকে ১৬ জন, বিরল থানা থেকে ৯ জন, চিরিরবন্দর থেকে ৪ জন, পার্বতীপুরে ৭ জন, বীরগঞ্জে ৯ জন, কাহারোল থেকে ১ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৪ জন এবং ঘোড়াঘাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, ছিনতাইকারী ও দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার আসামিরা। সংশ্লিষ্ট থানাগুলোতে এসব গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সুপারের ভাষ্যমতে, “এই অভিযান শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ নয়। আমরা চাই জেলা থেকে অপরাধ নির্মূল হোক, জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে।”

এদিকে, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭৫

আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরসহ মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর পরিচালিত এই অভিযানকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশের ‘অপারেশন ডেভিলহান্ট’ নামক বিশেষ অভিযান চলছে। এই অভিযানের আওতায় মাদক কারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, “দিনাজপুর জেলাকে নিরাপদ রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গাইবান্ধা-২ আসনের সাবেক এমপিসহ যারা আত্মগোপনে ছিল, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। এই অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৭৫ জনের মধ্যে দিনাজপুর সদর (কোতয়ালী) থানা এলাকা থেকে ১৬ জন, বিরল থানা থেকে ৯ জন, চিরিরবন্দর থেকে ৪ জন, পার্বতীপুরে ৭ জন, বীরগঞ্জে ৯ জন, কাহারোল থেকে ১ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৪ জন এবং ঘোড়াঘাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, ছিনতাইকারী ও দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার আসামিরা। সংশ্লিষ্ট থানাগুলোতে এসব গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সুপারের ভাষ্যমতে, “এই অভিযান শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ নয়। আমরা চাই জেলা থেকে অপরাধ নির্মূল হোক, জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে।”

এদিকে, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।