১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

এবছর ফিতরার নতুন হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 79

ছবি সংগৃহীত

 

এ বছর বাংলাদেশে জাতীয় সাদাকাতুল ফিতরার নতুন হার ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪৪৬ হিজরি সনের জন্য নির্ধারিত নতুন ফিতরার হার অনুসারে, সর্বনিম্ন পরিমাণ ১১০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ ২ হাজার ৮০৫ টাকা।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেন, ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ও ওলামাগণ। তাঁরা সাদাকাতুল ফিতরার এই নতুন হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

এবারের ফিতরার হার দেশের সব বিভাগ থেকে সংগ্রহ করা আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। মুসলিমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যেকোনো এক পণ্য অথবা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিভিন্ন অঞ্চলের স্থানীয় বাজারমূল্য অনুসারে ফিতরার পরিমাণ পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, স্থানীয় মূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা গ্রহণযোগ্য হবে।

গত বছরের (২০২৪) ফিতরার সর্বনিম্ন হার ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা, যা এবার কিছুটা পরিবর্তিত হয়েছে। এই সিদ্ধান্ত মুসলিমদের প্রতি তাঁদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায়ের সুযোগ প্রদান করবে এবং দরিদ্রদের সাহায্যের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করবে।

ইসলামী ফাউন্ডেশন এই হার ঘোষণা করার মাধ্যমে নিশ্চিত করেছে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সঠিকভাবে ফিতরা আদায় করতে সক্ষম হবে এবং এভাবে সমাজে দান ও সাহায্যের মাধ্যমে মানবিকতার মূল্যবোধ বৃদ্ধি পাবে।

 

নিউজটি শেয়ার করুন

এবছর ফিতরার নতুন হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

আপডেট সময় ০৮:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

এ বছর বাংলাদেশে জাতীয় সাদাকাতুল ফিতরার নতুন হার ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪৪৬ হিজরি সনের জন্য নির্ধারিত নতুন ফিতরার হার অনুসারে, সর্বনিম্ন পরিমাণ ১১০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ ২ হাজার ৮০৫ টাকা।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেন, ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ও ওলামাগণ। তাঁরা সাদাকাতুল ফিতরার এই নতুন হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

এবারের ফিতরার হার দেশের সব বিভাগ থেকে সংগ্রহ করা আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। মুসলিমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যেকোনো এক পণ্য অথবা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিভিন্ন অঞ্চলের স্থানীয় বাজারমূল্য অনুসারে ফিতরার পরিমাণ পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, স্থানীয় মূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা গ্রহণযোগ্য হবে।

গত বছরের (২০২৪) ফিতরার সর্বনিম্ন হার ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা, যা এবার কিছুটা পরিবর্তিত হয়েছে। এই সিদ্ধান্ত মুসলিমদের প্রতি তাঁদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায়ের সুযোগ প্রদান করবে এবং দরিদ্রদের সাহায্যের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করবে।

ইসলামী ফাউন্ডেশন এই হার ঘোষণা করার মাধ্যমে নিশ্চিত করেছে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সঠিকভাবে ফিতরা আদায় করতে সক্ষম হবে এবং এভাবে সমাজে দান ও সাহায্যের মাধ্যমে মানবিকতার মূল্যবোধ বৃদ্ধি পাবে।