১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

নসিটিবির চেয়ারম্যান: রাখাল রাহার সঙ্গে পাঠ্যবই ছাপার কাগজ কেনার কোনো সম্পর্ক নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ কেনার সাথে রাখাল রাহার কোনো সম্পর্ক ছিল না। তিনি আরও বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অধ্যাপক রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘‘পাঠ্যবইয়ের কাগজ কেনা হয়েছে ১০০ কোটি টাকার মধ্যে, সেখানে ৪০০ কোটি টাকার কোনো বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় না।’’

বিজ্ঞাপন

এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, ‘‘যে সংবাদে দাবি করা হয়েছে যে, কাগজ কেনার জন্য কমিশন বাণিজ্য হচ্ছে, সেটি একেবারে ভিত্তিহীন ও প্রোপাগান্ডা।’’ তিনি স্পষ্ট করেন, রাখাল রাহা চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে দায়িত্ব পালন করলেও, তার কোনো সম্পৃক্ততা নেই কাগজ কেনা বা পাঠ্যবই ছাপার কাজের সঙ্গে।

অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ‘‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব কাজ নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়েছে।’’

এনসিটিবি চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে, পাঠ্যবই ছাপার কাগজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা কমিশন বাণিজ্য হয়নি, এবং যা কিছু প্রকাশিত হয়েছে, তা শুধুমাত্র অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।

 

নিউজটি শেয়ার করুন

নসিটিবির চেয়ারম্যান: রাখাল রাহার সঙ্গে পাঠ্যবই ছাপার কাগজ কেনার কোনো সম্পর্ক নেই

আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ কেনার সাথে রাখাল রাহার কোনো সম্পর্ক ছিল না। তিনি আরও বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অধ্যাপক রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘‘পাঠ্যবইয়ের কাগজ কেনা হয়েছে ১০০ কোটি টাকার মধ্যে, সেখানে ৪০০ কোটি টাকার কোনো বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় না।’’

বিজ্ঞাপন

এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, ‘‘যে সংবাদে দাবি করা হয়েছে যে, কাগজ কেনার জন্য কমিশন বাণিজ্য হচ্ছে, সেটি একেবারে ভিত্তিহীন ও প্রোপাগান্ডা।’’ তিনি স্পষ্ট করেন, রাখাল রাহা চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে দায়িত্ব পালন করলেও, তার কোনো সম্পৃক্ততা নেই কাগজ কেনা বা পাঠ্যবই ছাপার কাজের সঙ্গে।

অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ‘‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব কাজ নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়েছে।’’

এনসিটিবি চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে, পাঠ্যবই ছাপার কাগজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা কমিশন বাণিজ্য হয়নি, এবং যা কিছু প্রকাশিত হয়েছে, তা শুধুমাত্র অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।