শিরোনাম :
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / 56
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক চোর নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানানো হয় সংগঠনের খুলনা মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর এবং মুখপাত্র আয়মান আহাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল শাহরিয়ার ও জহুরুল তানভীর এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেছেন। ভবিষ্যতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না।