০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আগামীকাল দেশব্যাপী উদযাপিত হবে জাতীয় ভোটার দিবস: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 119

ছবি সংগৃহীত

 

আগামীকাল রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ এ দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে সারা দেশে, যা সকল নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের ভোটার দিবসের অন্যতম আকর্ষণ হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ। ইসি সূত্রে জানা গেছে, আয়োজিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। নির্বাচনী প্রসঙ্গে সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্বকে তুলে ধরার জন্য এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ভোটার দিবসে নির্বাচনী ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে র্যা লি, আলোচনা সভা এবং বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা। এছাড়া, র্যা লিতে উপস্থিত থাকবেন কিছু জনপ্রিয় সেলিব্রেটি।

নির্বাচন কমিশন ভোটারদের সঠিক তথ্য সংগ্রহের জন্য প্রচার কার্যক্রম শুরু করেছে। এবারের ভোটার দিবসে প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন, যার মধ্যে পুরুষ ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ৯৩২ জন।

এদিকে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল দেশব্যাপী উদযাপিত হবে জাতীয় ভোটার দিবস: নির্বাচন কমিশন

আপডেট সময় ০৩:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

আগামীকাল রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ এ দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে সারা দেশে, যা সকল নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের ভোটার দিবসের অন্যতম আকর্ষণ হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ। ইসি সূত্রে জানা গেছে, আয়োজিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। নির্বাচনী প্রসঙ্গে সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্বকে তুলে ধরার জন্য এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ভোটার দিবসে নির্বাচনী ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে র্যা লি, আলোচনা সভা এবং বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা। এছাড়া, র্যা লিতে উপস্থিত থাকবেন কিছু জনপ্রিয় সেলিব্রেটি।

নির্বাচন কমিশন ভোটারদের সঠিক তথ্য সংগ্রহের জন্য প্রচার কার্যক্রম শুরু করেছে। এবারের ভোটার দিবসে প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন, যার মধ্যে পুরুষ ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ৯৩২ জন।

এদিকে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে।