০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।