ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।