ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

ঢাকার মেট্রোরেল একদিনে যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অভূতপূর্ব সাড়া পেয়ে মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক অর্জনের জন্য যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সেবা মান উন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ডিএমটিসিএল জানায়, রাজধানীর ব্যস্ত সড়কে যানজট কমানো এবং জনসাধারণের দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই মেট্রোরেলের মূল লক্ষ্য। প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে, যা এই আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতি নগরবাসীর আস্থার প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হকের দিকনির্দেশনা ও পরামর্শের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যাত্রীদের আরও ভালো সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে। রাজধানীর পরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের এ সাফল্য ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন

আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকার মেট্রোরেল একদিনে যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অভূতপূর্ব সাড়া পেয়ে মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক অর্জনের জন্য যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সেবা মান উন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ডিএমটিসিএল জানায়, রাজধানীর ব্যস্ত সড়কে যানজট কমানো এবং জনসাধারণের দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই মেট্রোরেলের মূল লক্ষ্য। প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে, যা এই আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতি নগরবাসীর আস্থার প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হকের দিকনির্দেশনা ও পরামর্শের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যাত্রীদের আরও ভালো সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে। রাজধানীর পরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের এ সাফল্য ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।