জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যেন একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “রোজার মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ব্যবস্থাপনা, এমনকি ঈদযাত্রার মতো বিষয়গুলোতে যেভাবে সফলতা এসেছে, তা ড. ইউনূসের দক্ষতারই প্রমাণ।”
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, “ড. ইউনূস অত্যন্ত নির্মোহভাবে কাজ করছেন। তার মধ্যে ক্ষমতার লোভ নেই, বরং তিনি দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। কিন্তু আশঙ্কার বিষয় হলো, কেউ কেউ তাঁকে জোর করে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চান। কেন এই ইচ্ছা?”
মান্না মনে করেন, ড. ইউনূসের ইতিবাচক ভূমিকা থাকলেও তাঁকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা হলে তা রাজনৈতিক বিতর্ক ডেকে আনবে। তিনি বলেন, “দেশের স্বার্থে যদি তাঁর মতো দক্ষ কারও প্রয়োজন হয়, তবে বিকল্প কাঠামো ভাবা যেতে পারে, কিন্তু তাঁকে জোর করে ক্ষমতায় রাখার চেষ্টা আত্মঘাতী হবে।”
রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মান্না বলেন, “এই বিষয়ে বিতর্ক চলুক, মতপ্রকাশের স্বাধীনতা থাকুক। সংস্কার কমিশনের অনেক প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত নয়। আমরা মনে করি, রাষ্ট্রকে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা করলে কিছু অংশ ধর্মবিরোধিতার অভিযোগ তুলবে। এক্ষেত্রে বহুত্ববাদ একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের দলের মতে, এখনকার প্রেক্ষাপটে সমাজতন্ত্র রাষ্ট্রীয় মূলনীতি হওয়া উচিত নয়। বিভিন্ন দেশে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, তাই আমাদের ভবিষ্যৎ পথনির্দেশ হতে হবে সময়োপযোগী ও বাস্তবমুখী।”
আলোচনায় সভাপতিত্ব করেন ‘জনশক্তি সভা’র সভাপতি সাদেক রহমান। অনুষ্ঠানটি রাষ্ট্র, সমাজ এবং রাজনীতিতে মতপার্থক্যের গুরুত্ব ও গঠনমূলক আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।