শিরোনাম :
রংপুরে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 4
রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানায়, বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় একটি ট্রাক থামিয়ে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহন দ্রুতগতিতে এসে ট্রাক ও পুলিশের পিকআপে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
এদিকে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যসহ ১০ জনকে চিকিৎসার জন্য পীরগঞ্জ, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি ওমর ফারুক।