ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভ্যানচালক এবং অন্যজন ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক সাগর (৪৭) এবং একই উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।

রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, সকালে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলমখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালপুরগামী ব্যাটারিচালিত একটি যাত্রীভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেশমা খাতুনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআই মাহবুবর রহমান আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভ্যানচালক এবং অন্যজন ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক সাগর (৪৭) এবং একই উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।

রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, সকালে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলমখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালপুরগামী ব্যাটারিচালিত একটি যাত্রীভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেশমা খাতুনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআই মাহবুবর রহমান আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।