ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

এর আগে স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় দুই বাসের চালকসহ অন্তত ৪০ জনকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বেশ কয়েকজন আহত যাত্রী স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে রাজু ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ইউনিক পরিবহনের হেলপার রাজু ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত দুইটি বাস থানায় নেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের তন্দ্রার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, কুরুয়া এলাকার এ সড়কটিতে বেশ কিছু দিন ধরেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। একই সঙ্গে চালক ও সহকারীদের পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

এর আগে স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় দুই বাসের চালকসহ অন্তত ৪০ জনকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বেশ কয়েকজন আহত যাত্রী স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে রাজু ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ইউনিক পরিবহনের হেলপার রাজু ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত দুইটি বাস থানায় নেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের তন্দ্রার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, কুরুয়া এলাকার এ সড়কটিতে বেশ কিছু দিন ধরেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। একই সঙ্গে চালক ও সহকারীদের পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।