ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপ চ্যানেলে ভয়াবহ বাল্কহেড ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

সন্দ্বীপ চ্যানেলের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল একটি বাল্কহেড। ঢাকামুখী এই জলযানটির সাত আরোহী জীবনের ঝুঁকি নিয়ে প্রায় এক ঘণ্টা সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষমেশ প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও প্রবল স্রোতের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা সাতজন কর্মী কোনোমতে একটি বাঁশের সাহায্যে ভেসে থাকার চেষ্টা করেন।

প্রায় ৪৫ মিনিট সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার পর সকাল সোয়া আটটার দিকে একটি যাত্রীবাহী নৌযান তাদের উদ্ধার করে। ওই নৌযানে থাকা যাত্রীরা জানান, হঠাৎ দূর থেকে চিৎকারের শব্দ পেয়ে তাঁরা বাল্কহেডটির কাছে যান। সেখানে গিয়ে দেখতে পান সাতজন লোক সমুদ্রের উত্তাল জলে ছোট একটি বাঁশ ধরে বাঁচার চেষ্টা করছেন।

নৌযানটির যাত্রীরা দ্রুত সক্রিয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে একে একে সাতজনকে সাগর থেকে তুলে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সকলের গায়েই লাইফ জ্যাকেট ছিল, যা তাঁদের প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রেখেছে বলে জানান তারা।

বেঁচে ফেরা এক ব্যক্তি জানান, “আমরা ভাবছিলাম এবার বুঝি শেষ, কিন্তু আল্লাহর রহমতে এবং ওই যাত্রীদের সাহসিকতায় আমরা ফিরে এসেছি।” কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া সাতজন বর্তমানে নিরাপদে আছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সাগরে নৌ চলাচলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট সকলকে সাগরে যাত্রার আগে আবহাওয়ার তথ্য জেনে তবেই যাত্রার অনুরোধ করা হয়েছে।

সাগরের বুকে জীবনের জন্য এই লড়াই আবারও স্মরণ করিয়ে দিলো প্রকৃতির শক্তির সামনে মানুষের ক্ষণস্থায়িত্ব এবং সতর্কতার অপরিহার্যতা।

নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপ চ্যানেলে ভয়াবহ বাল্কহেড ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

আপডেট সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

সন্দ্বীপ চ্যানেলের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল একটি বাল্কহেড। ঢাকামুখী এই জলযানটির সাত আরোহী জীবনের ঝুঁকি নিয়ে প্রায় এক ঘণ্টা সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষমেশ প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও প্রবল স্রোতের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা সাতজন কর্মী কোনোমতে একটি বাঁশের সাহায্যে ভেসে থাকার চেষ্টা করেন।

প্রায় ৪৫ মিনিট সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার পর সকাল সোয়া আটটার দিকে একটি যাত্রীবাহী নৌযান তাদের উদ্ধার করে। ওই নৌযানে থাকা যাত্রীরা জানান, হঠাৎ দূর থেকে চিৎকারের শব্দ পেয়ে তাঁরা বাল্কহেডটির কাছে যান। সেখানে গিয়ে দেখতে পান সাতজন লোক সমুদ্রের উত্তাল জলে ছোট একটি বাঁশ ধরে বাঁচার চেষ্টা করছেন।

নৌযানটির যাত্রীরা দ্রুত সক্রিয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে একে একে সাতজনকে সাগর থেকে তুলে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সকলের গায়েই লাইফ জ্যাকেট ছিল, যা তাঁদের প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রেখেছে বলে জানান তারা।

বেঁচে ফেরা এক ব্যক্তি জানান, “আমরা ভাবছিলাম এবার বুঝি শেষ, কিন্তু আল্লাহর রহমতে এবং ওই যাত্রীদের সাহসিকতায় আমরা ফিরে এসেছি।” কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া সাতজন বর্তমানে নিরাপদে আছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সাগরে নৌ চলাচলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট সকলকে সাগরে যাত্রার আগে আবহাওয়ার তথ্য জেনে তবেই যাত্রার অনুরোধ করা হয়েছে।

সাগরের বুকে জীবনের জন্য এই লড়াই আবারও স্মরণ করিয়ে দিলো প্রকৃতির শক্তির সামনে মানুষের ক্ষণস্থায়িত্ব এবং সতর্কতার অপরিহার্যতা।